বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহ ফুলপুরে একঝাঁক তরুণদের অধম্য স্পৃহায় গড়ে উঠেছে সেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন।এডমিন প্যানেলদের মনোনিবেশনে সোশ্যাল মিডিয়ায় ‘ফুলপুর উপজেলা পরিবার’ ফেসবুক গ্রুপের ছবি প্রতিযোগীতায় লাইক ও কমেন্টের মাধ্যমে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন ‘ফুলপুর উপজেলা পরিবার’গ্রুপের এডমিন প্যানেল বৃন্দ।
গতকাল ২২ এপ্রিল সোমবার বিকেল ৪টায় ফুলপুর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিক ভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অর্জনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় এসময় এডমিন প্যানেলের সদস্যরা বলেন অনলাইন গ্রুপ ভিত্তিক পরিচয় পর্ব ছবি প্রতিযোগিতায় আয়োজনের মধ্য দিয়ে স্বতঃস্ফূর্তভাবে সকলেই অংশগ্রহণ করে আমাদেরকে উৎসাহিত করেছে। যারা আমাদের ফুলপুর উপজেলা পরিবার গ্রুপের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা আরও বলেন “ফুলপুর উপজেলা পরিবার”
গ্রুপে আমরা আগামীতে আরও নতুন কিছু নিয়ে হাজির হব ইনশাআল্লাহ!
এসময় উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাংবাদিক বাহার উদ্দিন, উপরোক্ত গ্রুপের এডমিন প্যানেলের সদস্যদের মধ্যে মারুফ, রুবায়েদ,সৌরভ,সাকিব,ফাহিম, জিহান,অপূর্ব, মাহিন,দিহান,তামিম,লিমন,শাওন,পুলক,সাদমান, আসিফ,ইয়ামিন প্রমুখ।