নিজস্ব প্রতিবেদনঃ ময়মনসিংহের ফুলপুরে শুক্রবার বিকাল ৪ টায় সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীর উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে ফুলপুর উপজেলা যুবদলের নেতা হাসানুজ্জামান মুক্তা এর সঞ্চালনায় ও সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক এ বি এম আরিফুল ইসলাম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রাসেদুজ্জামান,৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ মোতালিব, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আলম খান , এমদাদুল হক, আরফান আলী মাস্টার, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের বি এন পির নেতা মোঃ ময়ছর উদ্দিন মাস্টার, যুবদলের সাধারণ সম্পাদক হাসিবুল হক মিলন প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন ,৪নং সিংহেশ্বর ইউনিয়নের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সিংহেশ্বর উচ্চ বিদ্যালয়ের সাবেক এবং বর্তমান শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।