ফুলপুর প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইনের আজ ৩০ ডিসেম্বর ছিলো ৬২তম শুভ জন্মদিন। এ উপলক্ষে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের উদ্যোগে জন্মদিন অনুষ্ঠান পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলপুর থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব, মোঃ আঃ মোতালিব চৌধুরী। এ সময় ফুলপুর থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ মাহবুবুল আলম, এসআই মোহাম্মদ সাইদুল হক, এসআই মোঃ আশরাফুল ইসলাম, এসআই কবির আহমদ, এসআই জেনিফার আহমেদসহ থানার অন্যান্য অফিসার ও স্টাফবৃন্দ উপস্থিত ছিলেন। সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সহ সভাপতি ক্বারী সুলতান আহম্মদ, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি মিজানুর রহমান আকন্দ, সাধারণ সম্পাদক আবু রায়হান, সাংবাদিক তপু রায়হান রাব্বি, সেলিম রানা, মফিজুল ইসলাম, আব্দুর রহমান রনি প্রমুখ। আমাদের অনুষ্ঠানে অংশ গ্রহণ করার জন্য ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।