স্টাফ রিপোর্টার।। ডিভোর্স দেওয়া স্ত্রীকে ব্ল্যাকমেইলিং করে নিয়মিত ধর্ষণ করে আসা লম্পট রিপন মিয়া অবশেষে সাবেক স্ত্রীর ঘরে আটক হয়েছে।একই এলাকার মৃত আবুল হোসেনের ছেলে লম্পট রিপন মিয়ার স্ত্রী সন্তান রয়েছে।পরে ট্রিপল নাইনে ফোন দিয়ে সিরিয়াল রেপিস্ট রিপনকে তুলে দেওয়া হয়েছে ফুলপুর থানা পুলিশের হাতে।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ১২ মে/২০২২ ইং তারিখ রোজ বৃহষ্পতিবার ভোর রাত দুইটায়,ফুলপুর থানার বওলা ইউনিয়নের বওলা বাজার সংলগ্ন মৃত হরমুজ আলীর বাড়ীতে ।
ঘটনার বিবরনে প্রকাশ,বওলা বাজারের চাষ্টল মালিক রিপন মিয়া বাজারের প্রতিবেশী বাড়ীর মৃত হরমুজ আলীর মেয়ে শরীফা খাতুনকে ফুসলিয়ে বিয়ে করে ১ মাস ২১ দিন ঘর সংসার করা কালীন ১ম স্ত্রীর চাপের মুখে ডিভোর্স দিয়ে দেয়।পরবর্তীতে বওলা আশ্রয়ন প্রকল্পের পাশাপাশি দুই ঘরে বসবাসের সুবাদে প্রতিদিন রাতে মদ খেয়ে বন্ধু বান্ধব নিয়ে শরীফার ঘরে চড়াও হতো।
এ ব্যাপারে একাধিক গ্রাম্য শালিশ করেও সুবিচার পায়নি শরীফা।লম্পট রিপন এবং তার পরিবারের বিভিন্ন চাপ প্রয়োগে এক পর্য্যায় দুই মাস ধরে শরীফা আবাসনের ঘর তালাবদ্ধ রেখে পিত্রালয়ে বসবাস করতে থাকে।
গত রাতে লম্পট রিপন মদ্যপ অবস্থায় শরীফাকে ধর্ষণ করার উদ্দেশ্যে তার পিত্রালয়ের টয়লেটে উৎপেতে থাকে,রাত্র অনুমান আড়াইটায় শরীফা প্রকৃতির ডাকে টয়লেটের উদ্দেশ্যে বের হলে লম্পট রিপন তাকে জাপটে ধরে ধর্ষণের চেষ্টা চালায়।
শরীফার ডাক চিৎকারে তার মা ভাই এবং প্রতিবেশী বাড়ীর লোকজন এসে রিপনকে আটক করে।এক পর্য্যায়ে ট্রিপল নাইন নাম্বারে ফোন দিয়ে ঘটনা জানালে পুলিশ এসে রিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
পরে আজ দুপুরে শরীফা খাতুন বাদী হয়ে ধর্ষণ প্রচেষ্টার অভিযোগ দায়ের করলে পুলিশ নিয়মিত মামলা রুজু করে লম্পট রিপনকে আদালতে সোপর্দ করে।আদালত তাকে জেলহাজতে প্রেরন করেছে বলে খবর পাওয়া গেছে।