বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ইউএনও এবি.এম আরিফুল ইসলাম (আজ১১ই মার্চ) সোমবার আমুয়াকান্দা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে সরকারি বিধি নিষেধ নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে ১২ টি মামলা ও ১৭ হাজার৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
পবিত্র মাহে্ রমজান মাসকে উপলক্ষ করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্যের তালিকায় পণ্যের দাম বেশি ও বিভিন্ন পন্যের মেয়াদ না থাকায় এবং মার্কেট করার নির্মাণ সামগ্রী রাস্তায় অবাঞ্চিতভাবে রেখে অনাকাঙ্ক্ষিত যানজট সৃষ্টি করার অপরাধে বিভিন্ন ধারায় জরিমানা প্রদান করেন ফুলপুর উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এবি.এম আরিফুল ইসলাম।
জানা গেছে সর্বনিম্ন ৫০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা প্রদান করা হয়েছে।ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম জানান, রাস্তায় যে কোন ব্যবসায়ী ব্যক্তিগতভাবে দখল করতে পারবে না। যদি কোনো ব্যবসায়ী সরকারি বিধি নিষেধ অমান্য করে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন। এছাড়াও তিনি আরো জানান দেশ ও জনগণের কল্যাণে অভিযান সব সময় অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর থানার ওসি মোঃ মাহবুবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মোঃ আতিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, উপজেলা খাদ্য গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মুখলেছ উদ্দিন, থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান সুমন মিয়া, এসআই মোফাখ্খির উদ্দিন সহ আমুয়াকান্দা বাজারের ব্যবসায়িক সমিতির সাবেক সভাপতি শরীফ আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম সদর ফুলপুর ইউপি চেয়ারম্যান মোঃ রেজাউল হক রাসেল,সাংবাদিক তপু রায়হান রাব্বি সহ আরও সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ ।