গোলাম মোস্তাফা, ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।আগামী ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের এই নির্বাচন অনুষ্ঠিত হবে।তফসিল ঘোষণার পর থেকেই পুরোপুরি মাঠে নেমে পড়েছেন সম্ভাব্য প্রার্থীরা।নির্বাচনের প্রচার-প্রচারণাও এখন তুঙ্গে।
যোগ্যতা ফুটিয়ে তুলতে ব্যানার,ফেষ্টুন ও বিলবোর্ড টাঙাচ্ছেন দর্শনীয় স্থানে।সম্ভাব্য প্রার্থীরা বাড়ি বাড়ি গিয়ে কুশল বিনিময়ও করছেন তারা।হাটে-বাজারে রাস্তা-ঘাটে চায়ের দোকানে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে চলছে আলোচনা-সমলোচলার ঝড়।
ঘরোয়া বৈঠকসহ মোড়ে মোড়ে চা-স্টলে ভিড় জমাচ্ছেন।এলাকার সব চা-স্টলগুলোতে এখন জমজমাট বেচা-বিক্রি চলছে জমজমাট।
মাঠ দখলের জন্য বর্তমান নতুন ও সাবেক চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা তাদের জয় নিশ্চিত করতে কোমর বেঁধে আগাম মাঠে নেমে পড়েছেন নির্বাচনী যুদ্ধে।অনেকে ২/৩ বছর আগে থেকেই নিজেকে জাহির করতেও পিছপা হননি।বিভিন্ন মসজিদ,মন্দির,মাহফিল,জলসা,ধর্মীয় সভা-সমাবেশ,শীতবস্ত্র বিতরণ,বিভিন্ন খেলা-ধুলার অনুষ্ঠানগুলোতে পরিচিতি নানা কৌশলে তুলে ধরেছেন।
ভোটের তারিখ শুনে আনন্দিত ভোটাররা তবে ফুলপুর উপজেলায় প্রথমবারের মতো ভোট গ্রহণ হবে ইভিএমে তাই আসন্ন ইউপি নির্বাচনে প্রার্থী ও ভোটারেরা চায় উৎসবমুখর ও ভয়-ভীতিহীন পরিবেশ।যাতে তারা নির্বিঘ্নে ভোট দিতে পারবে এটাই ভোটারদের দাবি।
চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থীদের নিয়ে আলোচনাটা হচ্ছে বেশি বেশি।বিশেষ করে,দলীয় প্রতীক নৌকা নিয়েই যত কৌতুহল।কোন ইউনিয়নে কে হবেন নৌকার কান্ডারী এ কথাই ঘুরপাক খাচ্ছে সকলের মুখে মুখে।
ছবিঃ বালিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে ইসমাইল খানের গনসংযোগের সময় তোলা।