মাসুদ রানা,ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে মাহে রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্য মূল্যের উর্ধ্বগতি সহনীয় পর্যায়ে রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি পৌর এলাকায় বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গোলচত্বরে এসে সমাবেশ করেন। এতে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম কিবরিয়া। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ জাকির হোসেন, পৌর জামায়াতে ইসলামীর সভাপতি আতিকুর রহমান, সেক্রেটারি মোঃ আজিজুল ইসলাম , সিরাজুল ইসলামসহ উপজেলা, ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ । অনুষ্ঠানে নেতৃবৃন্দরা পবিত্র মাহে রমজান উপলক্ষে উপজেলার বিভিন্ন এলাকায় দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ যেন খোলা না থাকে, দ্রব্য মূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে প্রশাসনের ব্যবস্থা নেয়ার দাবি জানান।