সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহর ফুলপুরে ২৭ (ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৪ টায় শেরপুর রোডে হাজী কমিউনিটি সেন্টারের ফুলপুর উপজেলা জাতীয় পার্টির কমিটি গঠন ও গতিশীল করার লক্ষ্যে ময়মনসিংহ জেলার নেতাদের সঙ্গে উপজেলার নেতাকর্মীদের এক মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ফুলপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক মোঃ জুলহাস উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাডভোকেট এম. এ বারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মোঃ আব্দুল কাইয়ুম, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ ওয়াহিদুজ্জামান আরজু, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম – প্রচার সম্পাদক প্রিন্স দুলাল,ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম – স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম পাপ্পু, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি মোঃ শরিফ উদ্দিন, জাতীয় তরুণ পার্টির ময়মনসিংহ জেলা শাখার সভাপতি কাউসার আহমেদ কাউসার, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ম – ছাত্র বিষয় সম্পাদক হাবিবুর রহমান হাবিবুল্লাহ,তারাকান্দা উপজেলা শাখার জাতীয় পার্টর সভাপতি মোঃ মাসুদ তালুকদার, ফুলপুর উপজেলা ছাত্র সমাজের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, ফুলপুর উপজেলা ছাত্র সমাজের সাধারণ সম্পাদক মফিদুল ইসলাম, ফুলপুর উপজেলা জাতীয় পার্টির জিলহাস উদ্দিন, নুর উদ্দীন প্রমুখ ।
অনুষ্ঠান পরিচালনা করেন, ফুলপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব এনায়েত হোসেন মন্ডল।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের রুহের মাগফেরাত কামনা, রওশন এরশাদ ও পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এম পির সুস্থতার জন্য বিশেষভাবে দোয়া পরিচালনা করা হয়।