নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহের ফুলপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকালে জাতীয় ভোক্তা অধিকার আইনে হোটেল, কসমেটিক ও মেডিসিন কর্ণারকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেন। জানা গেছে, জাতীয় ভুক্তা অধিদপ্তর ময়মনসিংহ বিভাগের সহকারী পরিচালক ও ময়মনসিংহ জেলার বিভাগীয় উপ-পরিচালক পরিচালনা করে জাতীয় ভুক্তা অধিকার আইন ২০০৯” এর বিভিন্ন ধারাই আল-সৌদিয়া হোটেল কে ১৭ হাজার টাকা, সততা হোটেলকে ৪ হাজার টাকা, আল- সাওয়ানি কসমেটিকে ৮ হাজার টাকা, সাদমার্ন কসমেটিক কে ১০ হাজার টাকা, ইফাত মেডিকেল কর্ণারকে ৩ হাজার টাকা, মনোয়ার মেডিকেল কর্ণারকে ৩ হাজার টাকা জরিমানা করে এবং মিষ্টির সিরা, নষ্ট খাবার ও মেয়াদ উত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর-তারাকান্দা উপজেলার স্যানিটারি ইন্সপ্যাক্টর মোঃ মঞ্জুরুল হক, সহকারি স্যানিটারি ইন্সপ্যাক্টর শামসুল হক সহ ফুলপুর থানার পুলিশের একটি টিম ।