ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ কর্তৃক বাড়ি-ঘরে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
গত ১ মার্চ শনিবার উপজেলার ছনধরা ইউনিয়নের বাশাটি গ্রামে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে ভিকটিম ইসমাইল হোসেন ফুলপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।
এ ঘটনায় পুলিশের জরুরি সেবায় ফোন করেও কোনো প্রতিকার পাননি ভুক্তভোগী পরিবার। অভিযোগে জানা যায়, বাশাটি গ্রামের ইসমাইল হোসেনের সাথে বিবাদী এমদাদুল হক গংয়ের বিরোধ থাকায় ইতঃপূর্বে ইসমাইল হোসেন বিবাদী এমদাদুল হক গংয়ের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
মামলার এক পর্যায়ে বিজ্ঞ আদালত বাদী ইসমাইল হোসেনের পক্ষে রায় দেন। এতে এমদাদুল হক গং প্রচন্ড ক্ষিপ্ত হয়।
গত ১ মার্চ শনিবার দুপুরের দিকে বিবাদী এমদাদুল হক দলবল নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ইসমাইল হোসেনের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি- ঘর ভাংচুরের মাধ্যমে ব্যাপক ক্ষতিসাধন ও ঘরের বিভিন্ন আসবাপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ইসমাইল হোসেন সোমবার (৩ মার্চ) এমদাদুল হক সহ ১১জন ও অজ্ঞাতনামা আরও ৪ জনের বিরুদ্ধে ফুলপুর থানায় অভিযোগ দায়ের করেন।
ফুলপুর থানার অফিসার-ইন-চার্জ আব্দুল হাদি অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।