সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে আশ্রয়নের অধিকার শেখ হাসিনার উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ এপ্রিল) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা মোঃ রাকিব উল হাফিজ, উপজেলা তথ্য প্রযুক্তি কর্মকর্তা হাবিবুল্লাহ প্রমুখ।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র সাংবাদিক হুমায়ুন কবীর মুকুল, সিনিয়র সাংবাদিক বিল্লাল হোসেন, সিনিয়র সাংবাদিক নুরুল আমিন, সিনিয়র সাংবাদিক এটিএম রবিউল করিম ( রবি), সিনিয়র সাংবাদিক কারীর সুলতান আহমদ, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান, সিনিয়র সাংবাদিক মোস্তফা, সিনিয়র সাংবাদিক এম. এ মোতালেব সরকার, সিনিয়র সাংবাদিক মোকছেদুল হক ( দুলাল), সেকান্দর আলী, সেলিম রানা, আবু রায়হান, মফিদুল ইসলাম, নুরু সহ বিভিন্ন দপ্তরের কর্মচারী।
মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন (৩য় পর্যায়) পরিবারের মাঝে গৃহ ও জমি প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন আগামী ২৬ এপ্রিল বেলা ১১ টায় অনুষ্ঠিত হবে।