গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে এক মাদ্রাসা শিক্ষার্থীকে ইভটিজিং করায় ইউসুফ মিয়া (২৪)নামের এক বখাটেকে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১৬ মার্চ) দুপুরে ফুলপুরের সহকারি কমিশনার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববির নেতৃত্বে এ আদালত পরিচালনা করা হয়।
ইউসুফ মিয়া(২৪) উপজেলার কাজিয়াকান্দা এলাকার মৃত ইসমাইল হোসেনের ছেলে,
জানা যায় বুধবার দুপুরে,ঐ মাদ্রাসা ছাত্রী করোনা টিকা নেওয়ার জন্য মাদ্রাসা থেকে পৌরসভায় যাওয়ার পথে দক্ষিন গোদারিয়া মহিলা কলেজ মোড়ে পৌঁছাতেই ঐ ছাত্রীকে পিছনে থেকে জড়িয়ে ধরে ইভটিজিং করতে থাকে বখাটে ইউসুফ,এসময় মেয়েটির ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ তাকে আটক করে,ভ্রাম্যমান আদালতের কাছে ইউসুফ মিয়া ইভটিজিংয়ের কথা স্বীকার করায়। তাকে ১৮৬০ সালের দন্ড বিধির ৫০৯ ধারায় মোতাবেক তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। ফুলপুর থানার ওসি মোঃ আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।