সেলিম রানা ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমানের (আনারস মার্কা) এর সমর্থনে পথ সভায় গণজোয়ার সৃষ্টি হয়েছে । শুক্রবার বিকাল ৫ টায় ছনধরা হাজী আঃ আব্দুল মজিদ উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এ পথ সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়ার যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান। আবুল কালাম আজাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য মে্ঃ মাহবুবুর রহমান, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ, ইউপি চেয়ারম্যান শাহা আলী, ইউপি চেয়ারম্যান রেজাউল করিম রাসেল, ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন মুজাহিদ সরকার, ইউপি চেয়ারম্যান শাহা সুলতান চৌধুরী, বালিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দেওয়ান মোতালেব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তানজিল আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি এরশাদ হুসাইন লিমন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তামিম আহমেদ শাওন , ফুলপুর বাসস্ট্যান্ড ব্যবসায়ী সভাপতি রাসেল আহমেদ রয়েল, বওলা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি কাজী নাছিমুল গনি,সিংহেশ্বর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোয়াজ্জাম হোসেন, সিংহেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ছনধরা ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ বেলায়েত হোসেন, ছনধরা ইউনিয়নের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ সেকান্দর হায়াৎ( মিটার) প্রমুখ।এছাড়া উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।