নিজস্ব প্রতিবেদন।। ময়মনসিংহের ফুলপুরে ২১ (জানুয়ারি) শুক্রবার দুপুরে বওলা ও বালিয়া ইউনিয়ন পরিষদের কার্যালয়ে দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকা ও বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের এর উদ্যোগে চেয়ারম্যান প্রার্থীদের কে নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে । আলোচ্য বিষয়টি ছিলো প্রার্থীদের উন্নয়ন ভাবনা এবং জনগণের প্রত্যাশা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ স্বেচ্ছাসেবক ফাউন্ডেশনের প্রধান ও দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা মন্ডলী এডভোকেট আবু বকর সিদ্দিক (বাবুল খান) । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বওলা ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন। সার্বিক সহযোগিতা করেন, ফুলপুর প্রেসক্লাবের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার প্রধান উপদেষ্টা মন্ডলী হৃদি মোতালেব, দৈনিক আমাদের ফুলপুর অনলাইন পত্রিকার নির্বাহী সম্পাদক মোঃ সেলিম রানা, সাংবাদিক গোলাম মোস্তফা,সাংবাদিক রবিউল হক বাবু প্রমূখ।