মো. আব্দুল মান্নান।।ময়মনসিংহের ফুলপুরে গুণীজন সংবর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ে ওই সংবর্ধনা ও বিদায় অনুষ্ঠিত হয়। চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়, চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে তাদের গ্রামের কৃতি সন্তান মালয়েশিয়ার সানওয়ে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ন্যানো বিজ্ঞানী অনুষ্ঠানের প্রধান অতিথি ড. সাইদুর রহমানকে সংবর্ধনা ও সংশ্লিষ্ট বিদ্যালয়ের ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের বিদায় দেওয়া হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসকান্দর হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আবুল কাশেম, সাবেক সহকারী প্রধান শিক্ষক বিজ্ঞানীর ছোট বেলার শিক্ষাগুরু মাওলানা আবু তালহা, ইসলামনগর সাইলামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুস সাত্তার, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাবেক কম্পিউটার অপারেটর জিয়াদুল হক চৌধুরী, চরনিয়ামত আদর্শ উচ্চ বিদ্যালয়ের কার্যকরী কমিটির সদস্য বিজ্ঞানীর ছোট ভাই হাবিবুর রহমান রুবেল, দারুল ইহসান কাসিমিয়া এক্সিলেন্ট মাদরাসার পরিচালক দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ফুলপুর প্রতিনিধি ও প্রতিদিনের কাগজ পত্রিকার স্টাফ রিপোর্টার মাওলানা মো. আব্দুল মান্নান, বিদায়ী শিক্ষার্থী শশী নূর, রাইদুল, অন্তরা, বিলকিস প্রমুখ। এর আগে চরনিয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাতেম ফরাজীর সঞ্চালনায় রাইদুলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর শিক্ষার্থী, শিক্ষকমন্ডলী, এসএসসি ২০২৪ ব্যাচের বিদায়ী ছাত্র ছাত্রী, স্কাউট ও এলাকাবাসীর পক্ষ থেকে প্রধান অতিথিকে ফুলের মালা পরিয়ে বরণ করা হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সফল হতে হলে লেখাপড়ায় প্রচুর সময় ব্যয় করতে হবে। আমাদেরকে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। আমি এটা করবোই; পিছপা হবো না, এরকম প্রতিজ্ঞা করতে হবে। এসময় তিনি মাকড়সা ও কিংবদন্তি বিশ্বনেতা নেলসন ম্যান্ডেলাসহ বিভিন্ন সফল ব্যক্তিদের চেষ্টা ত্যাগ ও মেহনতের ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, অন্যের উপর নির্ভর করে কেউ সফল হতে পারে না। সফল হতে হলে কঠোর পরিশ্রম করতে হবে। চেষ্টা অব্যাহত রাখতে হবে। যারা চেষ্টা করবে আল্লাহ তায়ালা তাদেরকে সহজ করে দিবেন। এসময় তিনি তার জীবনের নানা সফলতা তুলে ধরে বলেন, আমি প্রাইমারিতে পড়াকালীনও রাত ১১টা ১২টা পর্যন্ত পড়তাম। আমার আব্বা ১ সের ২ সের কেরোসিন আনতেই থাকতো না। আমার দীর্ঘ রাত জেগে পড়াতে কেরোসিন দ্রুত শেষ হয়ে যেতো। বুয়েটে পড়ার সময়ও তিনি কঠোর পরিশ্রম করে ইংরেজি রপ্ত করেছেন বলে জানান। এসব ঘটনা বলে শিক্ষার্থীদেরকে তিনি পরিশ্রমী হতে উদ্বুদ্ধ করেন।