বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে যাত্রী হয়রানি মানুষের ভোগান্তির কথা চিন্তা করে আজ (৮ এপ্রিল ২০২৫) মঙ্গলবার ফুলপুর উপজেলায় গণপরিবনে অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মোবাইল কোর্ট পরিচালনা করেন সাদিয়া ইসলাম সীমা , উপজেলা নির্বাহী অফিসার ওএক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
ফুলপুর বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে বিভিন্ন গণ পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, ড্রাইভিং লাইসেন্স না থাকা, ফিটনেসবিহীন গাড়ি চালানোর দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয়। এ সময় সড়ক পরিবহন আইন ২০১৮ এ ৪টি মামলায় মোট ৯০০০/- টাকা জরিমানা আদায় করা হয়। অতিরিক্ত ভাড়া আদায় করা থেকে সবাইকে বিরত থাকতে বলা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে সাদিয়া ইসলাম সীমা উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন জনসেবায় এধরনের অভিযান অব্যাহত থাকিবে।