নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ফুলপুরে আজ (২০ডিসেম্বর) বুধবার খ্রীষ্টান সম্প্রদায়ের আসন্ন যীশু খ্রীষ্টের জন্ম উৎসব (বড় দিন) উদযাপন উপলক্ষে ফুলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার শ্যামপুর সাধু আন্তনী গীর্জার পালপুরোহিত ফাদার নরবার্ট স্ট্যনলী গমেজের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. সাজ্জাদুল হাসান ইউএনও এবং উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত রায়, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন সরকার, হিন্দু- বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ সভাপতি পরিতোষ দত্ত, ট্রিডব্লিউএ চেয়ারম্যান সুধীর চিসিম প্রমুখ।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সাংবাদিক রবিউল হক বাবু সহ খ্রীস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ।