ফুলপুর (ময়মনসিংহ)প্রতিনিধি :ময়মনসিংহের ফুলপুরে পানিতে ডুবে আপন দুই ভাইয়ের ৩ শিশু সন্তানের মৃত্যু হয়েছে। উপজেলার রূপসী ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামে বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতরা হলো রামকুষ্ণপুর গ্রামের রফিকুল ইসলামের মেয়ে সানিয়া আক্তার (৮), পুত্র মেহেদী হাসান (৬) ও বড় ভাই মন্নাছ আলীর মেয়ে নুসরাত জাহান (৮)। স্থানীয়রা জানান, বাড়ির পাশের পুকুর পাড়ে খেজুর কুড়াতে গিয়ে শিশুরা নিখোঁজ হয়। পানির উপর একজনের লাশ ভেসে উঠলে তাদের সন্ধান মেলে। ফুলপুর থানার (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।