নিজস্ব প্রতিবেদন।। ময়মনসিংহের ফুলপুরে ২৫ জুলাই মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তঃ উপজেলা কাবাডি প্রতিযোগিতায় ফুলপুর উপজেলা দল জেলা চ্যাম্পিয়ন হওয়ায় খেলোয়ারদের সংবর্ধনা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম সাজ্জাদুল হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, সার ডিলার সমিতির সভাপতি গোলাম মোর্তুজা তালুকদার লাল মিয়া, প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, উপজেলা ক্রীড় সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সোহেল প্রমুখ।