সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ফুলপুর সরকারি ডিগ্রি কলেজে রোববার দুপুরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাকিব আহমদ নামে দ্বিতীয় বর্ষের এক ছাত্র গুরুতর আহত হয়েছে। জানা যায়, উপজেলার ছনধরা ইউনিয়নের রামসোনা গ্রামের আব্দুল কাদিরের পুত্র সাকিব আহমদ ফুলপুর সরকারি ডিগ্রি কলেজে ক্লাশ শেষে বাড়ি ফিরছিল। এ সময় কলেজ ক্যাম্পাসে এক অজ্ঞাত দুর্বৃত্ত পিছন দিক থেকে তার পিঠে ছুরিকাঘাত করে। এতে পিঠের উপর থেকে নিচ পর্যন্ত কেটে সে গুরুতর আহত হয়। পরে ছাত্রলীগ নেতা মোঃ ইরশাদ হোসেন লিমনসহ সহপাঠীরা তাকে চিকিৎসার জন্য ফুলপুর হাসপাতালে ভর্তি করেন। আহত ছাত্র সাকিব আহমদ জানান, এলাকার সহপাঠী জিহাদ, সিহাব ও ইমরানের সাথে বাড়ি ফিরছিলাম। এ সময় এক অজ্ঞাত দুর্বৃত্ত পিছন থেকে পিঠে ছুরিকাঘাত করেছে। আহত ছাত্রের মা মোছাঃ ফেরদৌসী আক্তার জানান, আমার ছেলের পিঠে ৬০টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনায় জড়িতদের কঠোর বিচার দাবি করছি। ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থল গেছেন। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।