সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে ৬ (ফেব্রুয়ারি) রবিবার বিকাল ৩ টায় গ্রীণ রোড এভারগ্রীণ রোস্তারাঁয় “বই বন্ধু” ফুলপুর এর বিজয়ীদের মাঝে কবি সাহিত্যিক আশরাফ উদ্দিনের লেখা বই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
কবি সাহিত্যিক জনাব আশরাফ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফুলপুর উপজেলা শাখার সভাপতি রোকসানা ইয়াসমিন রিটা । বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,
ফুলপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ নাজিম উদ্দিন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ফুলপুর উপজেলা শাখার সাধানণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম ( সেলিম) , ফুলপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন , ফুলপুর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আনিছুর রহমান ( স্বপন), নগুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইদুর রহমান, ফুলপুর গালর্স স্কুলের সহকারী শিক্ষক মীর খোকন ও হোসনে আরা বেগম পারুল প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বইবন্ধু অ্যাডমিনদের মাঝে উপস্থিত ছিলেন, ফাহমিদা সরকার সায়মা, আনিকা তাবাসসুম তোরসা, আবু সাদাত মোহাম্মদ সায়েম।
সাংবাদিকদের মাঝে উপস্থিত ছিলেন মুখছেদুর রহমান দুলাল, সেলিম রানা,মিজান আকন্দ, আবু রায়হান, প্রমুখ।
বইবন্ধু ফুলপুর এর পক্ষ থেকে বিজয়ীদের মাঝে কবি সাহিত্যিক জনাব আশরাফ উদ্দিনের লেখা বই বিতরণ করা হয় ১. গোবিন্দ বিশ্বাস ২. তাওহীদ হাসান ৩. সাইফুল ইসলাম সোহেল ৪. উবাইদুল হক ৫. স্মৃতি আক্তার ৬. তাহমিনা কানিজ ৭. তানিয়া ৮. তৃষা ৯. তানজিনা আক্তার লিজা ১০. ইসরাত জোহান ল ১১. তানিয়া ১২. নুসরাত নূপুর। ১৩. সুমাইয়া।