মো. আব্দুল মান্নান।। ময়মনসিংহের ফুলপুরে ঐতিহ্যবাহী হাটপাগলা বড়সভা আজ শুক্রবার (২৩ ডিসেম্বর) বিকাল ৪টায় শুরু হচ্ছে। চলবে পরদিন ফজর পর্যন্ত। উপজেলার ১নং ছনধরা ইউনিয়নের হাটপাগলা বড় মসজিদ প্রাঙ্গণে খতমে কুরআন উপলক্ষে. প্রতি বছরের ন্যায় এবারও এ সভার আয়োজন করা হয়েছে। এটি ফুলপুরের দ্বিতীয় বৃহত্তম বড়সভা। এ সভাকে ঘিরে পুরো এলাকাজুড়ে চলছে উৎসবের আমেজ। কয়েকদিন আগে থেকেই আসতে শুরু করেছেন আত্মীয় স্বজন ও এ গ্রামের চাকুরীজীবি, প্রবাসীরা। ইতোমধ্যে সভাস্থল ও আশপাশের বাড়িঘরসহ রাস্তাঘাটকে রঙ বেরঙের লাইট দিয়ে করা হয়েছে আলোকসজ্জা। সাজানো হয়েছে বিয়ে বাড়ির ন্যায় মনমত করে। সভায় প্রতি বছর লাখ লাখ মুসল্লির সমাগম ঘটে। পুরুষ ও মহিলাদের জন্য রয়েছে পৃথক পৃথক বিশাল প্যান্ডেলের ব্যবস্থা। সভাকে সুন্দর মনোরম ও প্রাণবন্তকর পরিবেশে উপভোগ করতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। জায়গায় জায়গায় বিশাল আকারের কমপক্ষে ২০টি প্রজেক্টর বসানো হয়েছে। সভা এলাকা যাতে অপরাধমুক্ত থাকে, নারীদের চলাচলে যাতে বিঘ্ন না ঘটে ও সকলের জানমালের হেফাজতের লক্ষ্যে কঠোর ভূমিকায় রয়েছে ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি টিম ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা। এ বড়সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ঢাকা গুলশানের ক্যাব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ ও বিএসবি ফাউন্ডেশনের চেয়ারম্যান জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট শিক্ষাণুরাগী লায়ন এম. কে বাশার (পি. এম. জে এফ) -এর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন ঢাকা শাহজাদা লেন জামে মসজিদের খতীব মুফতী নজরুল ইসলাম দামাত বারাকাতুহুম। হাটপাগলা বাইতুল কুরআন হাফিজিয়া মাদরাসার পরিচালক মাওলানা ক্বারী নাজমুল হাসান হুজাইফী ও হাটপাগলা দারুল উলূম দাখিল মাদরাসার সহ-সুপার মাওলানা আকরাম হোসাইনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন, এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান, ফুলপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান ও জেলা পরিষদের নবনির্বাচিত সদস্য হাটপাগলা গ্রামের সন্তান মোহাম্মদ মাহবুবুর রহমান। এতে সহ-সভাপতিত্ব করবেন নেত্রকোনার কেন্দুয়া থানার ওসি হাটপাগলা গ্রামের সন্তান মোঃ আলী হোসেন (পিপিএম) ও সোনালী ব্যাংক লিমিটেড, শ্রীবরদী শাখার ম্যানেজার (সিনিয়র প্রিন্সিপাল অফিসার) হাটপাগলা গ্রামের সন্তান এ এস এম মাসুম চৌধুরী। সভায় আরও বয়ান করবেন, রাজবাড়ীর মুফতী আলী হাসান উসামা, সিলেটের মুফতী শামসুল ইসলাম ওলীপুরী, মুফতী ফেরদৌস আল আজাদ চাঁদপুরী, মুফতী শাহ আহমাদুল্লাহ উজানভী, মাওলানা আব্দুল আজিজ জিহাদী যশোরী, মুফতী গিয়াস উদ্দিন ইসলামাবাদী ও স্থানীয় মুরুব্বি প্রবীণ আলেম মাওলানা আমজাদ হোসেন লায়ালপুরী। এছাড়াও স্থানীয় উলামায়ে কেরাম এতে বয়ান পেশ করবেন। এর সার্বিক ব্যবস্থাপনায় ও তত্ত্বাবধানে থাকবেন ‘সভা পরিচালনা কমিটি, মসজিদ কমিটি ও গ্রামবাসী’ – এর সদস্য সচিব মো. নাজমুল আলম সিদ্দিক নয়ন। সভায় যিকিরের সাথে দলে দলে যোগদান করার জন্য হাটপাগলা বড় মসজিদ কমিটির সভাপতি আলহাজ্ব মো. আব্দুল আজিজ, সহ-সভাপতি মো. মোজাম্মেল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহাব ও কোষাধ্যক্ষ মো. রুবেল হোসেন সকলকে আহ্বান জানিয়েছেন।