সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিব নগর দিবস ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৭ (এপ্রিল) রবিবার দুপুরে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবসের ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্ব উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার ববি ,ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নাসরিন আক্তার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিক বৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভূঁইয়া।