সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে ১৬ (ফেব্রুয়ারি) বুধবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের চত্বরে প্রাণীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণীসম্পদ অধিদপ্তর,মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ফুলপুরে এক দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ খলিলুর রহমান,বীর মুক্তিযোদ্ধা বাতেন সরকার,ডাঃ তাহমিনা আক্তার সেমা,আজিজা আক্তার ঝিনুক প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন,উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল খায়ের মো: আনিসুর রহমান।
বিভিন্ন জাতের গরু,ছাগল,ভেড়া,ঘোড়া,হাঁস,মুরগী ও বিভিন্ন ধরনের পাখি প্রদর্শনীতে স্থান পায়।
পরে ৪নং সিংহেশ্বর ইউনিয়নের সাকেক ইউপি সদস্য মোঃ শহিদুল ইসলামের হাতে প্রথম পুরস্কার তুলে দিলেন,উপজেল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবুল খায়ের মোঃ আনিসুর রহমান ।
এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: আবুল খায়ের মো: আনিসুর রহমান বলেন,এই এলাকার মানুষ যাতে উন্নত জাতের গরু,ছাগল, হাঁস,মুরগি আরো বেশি লালন-পালন করতে পারে এই লক্ষ্য নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। এতে আমরা বিভিন্ন ভাবে জনগনকে সহযোগিতা দিয়ে আসছি। প্রাণীসম্পদের এই প্রদর্শনী পশু পালনে জনগনের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছি।