সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ঈদুল ফিতর উপলক্ষে ২৬ এপ্রিল মঙ্গলবার সাড়ে ১০ টায় সারাদেশের মতো ফুলপুর উপজেলায় আনুষ্ঠানিক ভাবে প্রতিটি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ২ শতাংশ জমির মালিকানা দলিল ও নতুন বাড়ির চাবি হস্তান্তর করা হয়েছে।
মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে তৃতীয় পর্যায়ে জমি এবং গৃহ প্রদান কার্যক্রমের ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশব্যাপী শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার হলরুমে উপজেলা প্রশাসন মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এ গৃহ ও জমির কাগজ হস্তান্তর করেন।
এতে উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সকারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,
উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, পৌরসভা মেয়র মিঃ শশধর সেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান ( হাবিব), সহকারী
কমিশনারর (ভূমি) ফারজানা আক্তার (ববি), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীনন লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল বাতেন সরকার প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন,বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ সাংবাদিক বৃন্দ।
ফুলপুরে যেসব ইউনিয়নের ঘর পেয়েছেন রামভদ্রপুর ইউনিয়ন রামভদ্রপুর ১০ টি, ফুলপুর ইউনিয়ন পাইকপাড়া ৫ টি, ভাইটকান্দি ইউনিয়ন দেওলা ৫ টি, রুপসী ইউনিয়ন রুপসী ৫ টি, রুপসী ইউনিয়ন বিহারাঙগা ৫ টি, বালিয়া ইউনিয়ন সুলতানের মোড় ৫ টি, বওলা ইউনিয়ন সুতার পাড়া ৫ টি। মোট ৪০ টি ঘর