ক্বারী সুলতান আহমদ, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে ফিতরা জনপ্রতি সর্বনিম্ন ১০০ টাকা ও সর্বোচ্চ ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে। আজ শনিবার বিকাল ৪টায় ইত্তেফাকুল উলামা ফুলপুর উপ-আমেলার উদ্যোগে ফুলপুর বাসস্ট্যান্ড জামে মসজিদের দ্বিতীয় তলায় আয়োজিত মতবিনিময় সভায় জামিয়া আরাবিয়া আশরাফুল উলূম বালিয়ার মুহতামিম মাওলানা ওয়াইজ উদ্দিনের সভাপতিত্বে এ পরিমাণ নির্ধারণ করা হয়। গম বাবদ ১০০ টাকা, খেজুর বাবদ ১০০০ টাকা ও কিসমিস দিয়ে যারা ফিতরা আদায় করবেন তাদের জন্য জনপ্রতি ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
এসময় ছনকান্দা বাজার জামে মসজিদের ইমাম মাওলানা মুহিউদ্দীন, মুফতী আজীমুদ্দীন শাহ জামালী, ফুলপুর কাজিয়াকান্দা কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জয়নুল আবেদীন, বাসস্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মাইন উদ্দিন, উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আতাউল্লাহ ফকির, মাওলানা ইয়াহইয়াহ, মাওলানা মুবাশ্বির হোসাইন, মাওলানা এনামুল হাসান, মাওলানা একেএম জালাল উদ্দিন, মাওলানা ক্বারী সুলতান আহমাদ ফুলপুরী, মাওলানা মাহমুদুর রহমান মানিক, মুফতী ইখলাস উদ্দিন, মাওলানা সাইফুল ইসলাম, মাওলানা , মাওলানা আব্দুল কাইয়ুম, মাওলানা ইলিয়াস আহমদ, মুফতী আমির উদ্দিন, হাফেজ মাহমুদ হুছাইন, হাফেজ শাহজাহান সিরাজী, মুফতী নজরুল ইসলাম, মাওলানা নাসির উল্লাহ, মাওলানা মো. আব্দুল মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় রূপার দরে সর্বনিম্ন ১ লক্ষ টাকা ও স্বর্ণের দরে সর্বোচ্চ ৮ লক্ষ ৩২ হাজার ৫শ টাকা সারা বছর যাদের নিকট জমা থাকবে তাদেরকে যাকাত দিতে হবে বলে সকলে মতপোষণ করেন। এছাড়া ১৬ এপ্রিল সকাল ১০টায় ফুলপুর বাসস্ট্যান্ডে ইত্তেফাকের সকল ইউনিয়নের উলামায়ে কেরামকে নিয়ে প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্তহয়।