সেলিম রানা,বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার ১০ টি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সাধানণ সদস্য ও সংরক্ষিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারি ) দুপুর ২ টায় উপজেলা পরিষদের হল রুমে ১২০ জন ইউপি সদস্য ও সংরক্ষিত সদস্যকে আনুষ্ঠানিক ভাবে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার। শপথ বাক্য পাঠ শেষে নবনির্বাচিত সদস্যদের ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রশাসন। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুব রহমান ( হাবিব), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনিসুর রহমান ( আনিছ), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের মহিলা সদস্য মোছাঃ আছমাউল হোছনা ( শিমুল)সহ বিভিন্ন ইউনিয়নের নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান প্রমুখ