নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের ফুলপুরে ১৪ জানুয়ারি শুক্রবার সকাল ১০ টা থেকে সাধারণ সদস্য,সংরক্ষিত আসন,চেয়ারম্যান প্রার্থীসহ সকল প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।
১০ টি ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীক পেয়েছেন ১০ জন। যে সকল চেয়ারম্যান প্রার্থী দলীয় নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাদের মধ্যে রয়েছেন,ছনধরা ইউনিয়নের আবুল কালাম আজাদ,রামভদ্রপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন দুদু (মিয়া)। ৩নং ভাইটকান্দি ইউনিয়নের আলাউদ্দিন আহমেদ,৪নং সিংহেশ্বর ইউনিয়নের মোঃ শাহ আলী,ফুলপুর সদর ইউনিয়নের মোঃ আবুল কাশেম,পয়ারী ইউনিয়নের এনামুল কবির,
রহিমগঞ্জ ইউনিয়নের আবু সাঈদ সরকার,রূপসী ইউনিয়নের শাহ্ সুলতান চৌধুরী,বালিয়া ইউনিয়নের দেলোয়ার মুজাহিদীন,বওলা ইউনিয়নের হারুন-অর-রশিদ। এই ১০ জন আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী। যারা স্বতন্ত্র প্রার্থী হলেন,
১নং ছনধরা ইউনিয়নের আব্দুস সালাম পেয়েছেন আনারস।
২নং রামভদ্রপুর আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম পেয়েছেন ঘোড়া।
বিএনপি স্বতন্ত্র প্রাথী রুকুনুজ্জামান রোকন পেয়েছেন আনারস,স্বতন্ত্র প্রার্থী মোঃ এসকে পলাশ সরকার মোটরসাইকেল,ইব্রাহিম রব্বানী চশমা।
৩নং ভাইটকান্দি ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ মন্নাছ আনারস,নাজমুল ইসলাম রিপন ঘোড়া,শাহজাহান কবির্ মোটরসাইকেল।
৪নং সিংহেশ্বর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী তাছলিম পরাগ খান মোটরসাইকেল,বর্তমান চেয়ারম্যান ডাক্তার এমএ মোঃ আব্দুল মোতালিব ঘোড়া,সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম চশমা, স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম আনারস।
ফুলপুর সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মাদিউর রহমান মোটরসাইকেল,মোঃ জাহাঙ্গীর আলম চশমা,মোঃ রেজাউল হক ফকির রাসেল আনারস,মোঃ আলতাফ হোসেন হাতপাখা, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঘোড়া,
পয়ারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ শাহিনুর ইসলাম শাহিন মোটরসাইকেল, মোহাম্মদ জাহাঙ্গীর ঘোড়া, বর্তমান চেয়ারম্যান মোঃ মফিজুল ইসলাম আনারস, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন চশমা,বিএনপি সমর্থিত প্রার্থী হাবিবুর রহমান অটোরিকশা। মোঃ আবদুল হাকিম সরকার টেলিফোন।
রহিমগঞ্জ ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আব্দুল আজিজ ফকির আনারস, মোঃ শেখ একরাম হোসেন চৌধুরী ঘোড়া,বিএনপি সমর্থিত প্রার্থী মোঃ শামসুল আলম খান হাতপাখা।
রূপসী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোঃ ফজলুল করিম চশমা,মোঃ আবুল কালাম তালুকদার ঘোড়া,সাবেক চেয়ারম্যান আমির উদ্দিন তালুকদার টেবিল ফ্যান, মোঃ শাহজাহান অটোরিকশা,মোঃ মোস্তাফিজুর রহমান ফকির মোটরসাইকে, মহামান্য হাইকোর্টে রিট করে মনোনয়ন পত্র বহাল রেখেছেন সাবেক চেয়ারম্যান শাকিল আহাম্মেদ দিপু্ আনারস,
বালিয়া ইউনিয়ন থেকে স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান তালুকদার চশমা,সোহেল আকন্দ ঘোড়া,মোহাম্মদ নুরুল্লাহ পাঠান আনারস,মোঃ শরিফুল ইসলাম হাত পাখা,
বওলা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ মাহাবুব আলম আনারস,খান মোহাম্মদ হামিদুল্লাহ বিন মিনহাজ মোটরসাইকেল,জহরে আজম অটোরিকশা,মোঃ গোলাম মাওলা তালুকদার ঘোড়া,এস এম খলিলুর রহমান টেলিফোন,মোঃ ফরিদ মিয়া চশমা। ফুলপুর উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন ইভিএম পদ্ধতিতে ১০ টি ইউনিয়নে অনুষ্ঠিত হবে আগামী ৩১ শে জানুয়ারি।