সেলিম রানা,বিশেষ প্রতিনিধি ।। আসন্ন ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে ময়মনসিংহের ফুলপুর উপজেলার ৩নং ভাইটকান্দি ইউনিয়নে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন আলাউদ্দিন আহমদ। ৩ (জানুয়ারি) সোমবার বিকাল ২ টায় রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়ন ফরম জমা দিলেন, ৩নং ভাইটকান্দি ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন আহমদ। এতে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব),৩নং ভাইটকান্দি ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি মোঃ আব্দুল করিম, ৩নং ভাইটকান্দি ইউনিযনের আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মজিদ প্রমুখ।