ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:ময়মনসিংহের ফুলপুরের উপজেলা ছাত্রদলের আয়োজনে “ক্রীড়া শক্তি,ক্রিড়াই বল,মাদককে না বলুন”এ প্রতিপাদ্যকে সামনে রেখে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠপুত্র মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ (ফুটবল ২০২৪) এর ফাইনাল খেলা শুক্রবার বিকেলে ফুলপুর সরকারি কলেজ খেলার মাঠে অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলা প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির একমাত্র যুগ্ম আহবায়ক ও ফুলপুর/তারাকান্দা সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোতাহার হোসেন তালুকদার।
আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সিদ্দিকুর রহমান ও ফুলপুর পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আমিনুল হক,উপজেলা ও পৌর বিএনপির অনান্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রমূখ।
খেলায় সার্বিক দায়িত্ব পালন করেন ফুলপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক সুজাউদ্দৌলা সুজা।