রবিউল হক বাবু:- ফুলপুর ময়মনসিংহ প্রতিনিধিঃসিএনজি চালিত বাসে নতুন ভাড়া আদায় সহ বিভিন্ন অভিযোগ উঠে আসছে ফুলপুরে বওলা টু তারাকান্দা ময়মনসিংহ বিশ্বরোড।আজ শুক্রবার (২১ জুন) সকাল থেকে দুপুর পর্যন্তস ড়কে অবৈধভাবে ফুলপুরে আঞ্চলিক সড়কগুলোতে নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় চলছে সিএনজিচালিত অটোরিকশা, বেশি ভাড়া আদায়। দেখা বা বলার কেউ নেই।ঈদের পর চার দিন পেরিয়ে গেছে। এখনো অনেক যাত্রী বওলা বাসস্ট্যান্ড থেকে তারাকান্দা টু ময়মনসিংহে যাচ্ছেন।তারাকান্দা টু ময়মনসিংহে যেতে বেশির ভাগ যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় উঠছেন। মহাসড়কে চলাচল নিষিদ্ধ হলেও যাত্রীর চাপ বেড়ে যাওয়ার সুযোগে এই যানের চালকেরা দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।একেকটি সিএনজিচালিত অটোরিকশায় চালকের পাশে দুজন ও পেছনে তিনজনসহ মোট পাঁচজন যাত্রী বহন করা হয়।বওলা টু ময়মনসিংহ পর্যন্ত একেকজন যাত্রীর ভাড়া ৮০ টাকা। কিন্তু ঈদের ভিড় শুরু হওয়ার পর নেওয়া হচ্ছে ২০০ থেকে ২৫০ টাকা করে। আবার বাসের ভাড়া একেকজনের ৬০ টাকা হলেও ঈদের পরদিন থেকে ১২০ টাকা করে নেওয়া হচ্ছে।বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, ময়মনসিংহের অপেক্ষায় অসংখ্য সিএনজিচালিত অটোরিকশা সারি (লাইন) ধরে দাঁড়িয়ে আছে। সিরিয়াল অনুযায়ী সামনে থাকা অটোরিকশাগুলো অল্প সময়ের মধ্যেই বোঝাই হয়ে ময়মনসিংহ উদ্দেশে ঢাকা মহাসড়ক ধরে ছুটে যাচ্ছে।যাত্রীপ্রতি আদায় করা হচ্ছে ২০০-২৫০ টাকা।অটোরিকশাচালক প্রশ্ন উতরে বলেন, ময়মনসিংহ থেকে ফেরার পথে প্রায় খালি আসতে হচ্ছে। এ ছাড়া সারা বছর তেমন আয় হয় না। তাই ঈদের সময়ে কিছুটা বেশি ভাড়া নিয়ে থাকেন।অতিরিক্ত ভাড়ার বিষয়ে যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তবে বিকল্প না থাকায় তাঁরা বাধ্য হচ্ছেন বেশি ভাড়ায় গন্তব্যে যেতে। অটোরিকশার পাশাপাশি বাস ও ভাড়ায় চালিত মাইক্রোবাসেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন যাত্রীরা।এ দিকে ঈদ উপলক্ষে বিয়েসহ বিভিন্ন অনুষ্ঠান বেড়ে যাওয়ায় ভাড়াচালিত মাইক্রোবাসের চাহিদা ব্যাপক বেড়েছে। আর এই সুযোগ কাজে লাগিয়ে মাইক্রোবাসের মালিক ও চালকেরা দেড় থেকে দ্বিগুণ ভাড়া আদায় করছেন।