নিজস্ব প্রতিবেদক।। ময়মনসিংহের ফুলপুর উপজেলায় অগ্নিকাণ্ডে ২টি বসত ঘর পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (৬জানুয়ারি) রাত সাড়ে ১১ টায় পয়ারী ইউনিয়নের ঘর পয়ারী গ্রামের আব্দুল হামিদের থাকার বসত ঘর সহ মালামাল পুড়ে ছাই হয়েছে। জানা যায়, বৈদ্যুতিক সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে ফুলপুর ফায়ার সার্ভিস ও ডিফেন্সর কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা।