সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে সমর্থনে ২নং রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের এর উদ্যোগে বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টায় মিচকীপাড়া নৌজোয়ান উচ্চ বিদ্যালয় খেলার মাঠে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব)। অধ্যক্ষ সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, ২নং রামভদ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন দুদু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ২নং রামভদ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, ডাঃ জালাল উদ্দিন, আনোয়ার হোসেন, আনারুল হক, শাহ্ আলী, আলামত, আবুল বাশার দুলু প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন,২নং রামভদ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিক। এছাড়া উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।