সেলিম রানা,বিশেষ প্রতিনিধি।। ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর ইউনিয়নের মোকামিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুল করিমের বসতবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার । গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর ) দুপুরে তিনি বসতবাড়ির অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান (হাবিব), উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভী লাকী, ফুলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, ৪নং সিংহেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ এমএ মোতালেব, ৪নং সিংহেশ্বর ইউনিয়নের যুবলীগের সভাপতি মোঃ মোয়াজ্জেম হোসেন, তৃণমূল আওয়ামী লীগের নেতা মোঃ আব্দুল আজিজ প্রমুখ।
এর পরে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুলপুর উপজেলা বিএনিপির সভাপতি সাবেক এমপি শাহ্ শহীদ সারোয়ার।