বাহার উদ্দিন, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০২১ এর কৃতি শিক্ষার্থী নুসরাত জাহান পর্ণা ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে বুয়েট ভর্তি পরীক্ষায় ৭৪৪ তম মেধাতালিকা অর্জন করে সিভিল ইন্জিনিয়ারিংযে চান্স পেয়েছে। পর্নার অধম্য স্পৃহায় সফলতা অর্জনে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করায় ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী কে (আজ ২০ মার্চ) বুধবার ফুলপুর উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা প্রদান করেন ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম ও ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যায়লয়ের সিনিয়র শিক্ষক মো:কামাল হোসেন ও সালেহ আহমদ স্যার সহ অনান্য শিক্ষক বৃন্দ।
এব্যাপারে জানতে চাইলে ফুলপুর পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের স্বনামধন্য সিনিয়র শিক্ষক মো:কামাল হোসেন জানান,নুসরাত জাহান পর্না অত্যন্ত মেধাবী ছাত্রী ছিল। আমাদের স্কুলের প্রতিটি ক্লাস গুরুত্ব সহকারে করত এবং ক্লাসের পড়া ক্লাসের মধ্যে শিখতে পারত।আমাদের পরিশ্রম ও তার মেধা মনমশীলতায় আজ বুয়েটে চান্স পেয়েছে এতে আমরা গর্বিত এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা পাইলট স্কুলের সকল শিক্ষকবৃন্দ কৃতি শিক্ষার্থীকে অভিনন্দন জানিয়ে তাহার মঙ্গল কামনা কামনা করছি। এসময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলার সমাজ সেবা অফিসার মো:শিহাব উদ্দিন খান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশীষ কর্মকার, কৃতি শিক্ষার্থী নুসরাত জাহাজ পর্নার অভিভাবক সহ আরও অনেকেই।