গোলাম মোস্তফা ফুলপুর প্রতিনিধি।। আসন্ন ০৯ নং বালিয়া ইউপি নির্বাচনে প্রতীক দেখে নয় প্রার্থী দেখে ভোট দিবেন বালিয়াবাসী।শুক্রবার রাতে বালিয়া ইউনিয়নের বিলাশআটি বাজারে গ্রামবাসির আয়োজনে মতবিনিময় সভায় এসব কথা বলেন সাধারণ ভোটাররা।এসময় ভোটার,সমর্থক ও সাধারণ মানুষের ঢল নামে।
জনতার মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান তালুকদার এর পক্ষে পক্ষে উঠেছে গণজোয়ার।শতশত জনতা তার নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ যা রীতিমত জনস্রোত।অত্র ইউনিয়নের সর্বস্তরের জনগণ তাদের নিজ নিজ খরচে কয়েক গ্রামের জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে এই মতবিনিময় সভায় অংশগ্রহণ করে।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা দলমত নির্বিশেষে জনতার মনোনীত প্রার্থী মিজান তালুকদারকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য অঙ্গিকার করেন।
উল্লেখ্য যে,দীর্ঘদিন দলের জন্য অক্লান্ত পরিশ্রম করার পরেও মনোনয়ন বঞ্চিত হওয়ায় মিজান তালুকদারের প্রতি ভোটারদের সহানুভুতির সৃষ্টি হয়েছে।প্রচার প্রচারণার সময় তাকে দেখে মা-বোনেরা কেঁদে ফেলেন।তিনি যেখানেই যাচ্ছেন সেখানেই মা বোনদের ভীড় জমছে।
তাকে দেখতে মা বোনেরা ঘর থেকে বেরিয়ে তাকেই ভোট দিবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন।