ধোবাউড়া থেকে রুবেল।। ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার পোড়াকান্দুলিয়া ফ্রেন্ডস এলিভেনের আয়োজনে পোড়াকান্দুলিয়া কলেজ মাঠে মিনি_ফুটবল_টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেলে আয়োজিত টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন এবং জাতীয় শ্রমিক লীগ উপজেলা শাখার আহ্বায়ক জালাল উদ্দীন সোহাগ। উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করেন বিলজোরা সূর্য তরুণ এবং কলসিন্দুর অগ্রামী স্পোর্টিং ক্লাব।
এসময় উপস্থিত ছিলেন, পোড়াকান্দুলিয়া কলেজের অধ্যক্ষ শংকর কুমার শাহা, পোড়াকান্দুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দীন পালোয়ানসহ ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং আয়োজক কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন