মো: ফিরোজ উদ্দিন, শেরপুর প্রতিনিধি:শীত আসার সাথে সাথেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করে চলেছেন ময়মনসিংহ যুব সমাজ কল্যান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন।সংস্থাটি বিগত দিনের ন্যায় ১২ জানুয়ারি রবিবার নকলা ও নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ করেছেন। শুধু তাই নয় তিনি অসহায়দের বিপদে পাশে দাঁড়ানোর পাশাপাশি বিনোদনের জন্য শিশুদের ফুটবল কিনে দিয়েও তাদের মুখে হাসি ফুটিয়েছেন। ২০২৪ সালের ভয়াবহ বন্যার সময় সর্বস্ব হারিয়ে মানুষ যখন মানবেতর জীবনযাপন করছিলো সেই মুহুর্তে উক্ত সংস্থাটি ময়মনসিংহ বিভাগের বন্যার্ত মানুষের জন্য শুকনো খাবার, রান্না করা খাবার, পোশাক, নগদ অর্থ বিতরণ করেছেন।ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি লুৎফর রহমান লিখন বলেন, আমি ২০১৮ সাল থেকে এই সংস্থার মাধ্যমে গরীব অসহায়ের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি, এই শীতের শুরু থেকেই ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় শীতবস্ত্র কম্বল বিতরণ করে আসছি, আজকেও নকলার বিভিন্ন এলাকায় সারাদিনব্যাপী কম্বল বিতরণ করেছি এবং পুরু শীতজুড়ে কম্বল বিতরণ করে আমাদের কার্যক্রম অব্যাহত রাখবো। শীতে কষ্ট করতেছে এমন কোন অসহায় লোকের সন্ধ্যান থাকলে ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থাকে জানাবেন আমরা অবশ্যই তার পাশে দাঁড়ানোর চেষ্টা করবো। আপনারাও স্ব স্ব অবস্থান থেকে এগিয়ে আসুন, গরীব অসহায়দের পাশে থাকুন।কম্বল বিতরণকালে উপস্থিত ছিলেন,নকলা উপজেলার যুবদলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন তোতা ডাক্তার, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার আজীবন সম্মানিত সদস্য মো:রফিকুল ইসলাম রফিক, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংস্থার আজীবন সদস্য রাতিনুর রহমান রাতিন, পৌরসভার ৯ নং ওয়ার্ডের সদস্য মোঃ সেলিম মিয়া, ময়মনসিংহ যুব সমাজ কল্যাণ সংসার আজীবন সম্মানিত সদস্য রফিকুল ইসলাম প্রমুখ।