ছালেম বিন নুরঃ কক্সবাজারের চকরিয়া উপজেলার মালুমঘাট হাসিনা পাড়া এলাকায় পিক-আপ ভ্যানের ধাক্কায় ৫জন নিহতের ঘটনায় সেই আলোচিত ঘাতক ড্রাইভার সাহিদুল ইসলাম ওরফে সাইফুল কে ঢাকা থেকে আটক করেছে র্যাব। শনিবার র্যাবের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
চালক সাইফুলকে আটকের পর এক প্রেস ব্রিফিংয়ে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি ইমরান খান বলেন, পিকআপ চাপায় পাঁচ ভাই নিহতের ঘটনায় সেই চালককে ঢাকা থেকে গ্রেফতার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বিস্তারিত আরো জানাবেন।
উল্লেখ্য, দুর্ঘটনার পরদিন ০৯ ফেব্রুয়ারি পিক-আপের চালককে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। পুলিশ ওইদিন ঘাতক পিকআপটি জব্দ করে চকরিয়া থানাতে নিয়ে আসে। পিক-আপের নম্বর চট্ট মেট্রো-ন-৪৭৪০।
উল্লেখ্য, গত মঙ্গলবার মালুমঘাট এলাকায় সদ্যপ্রয়াত সুরেশ চন্দ্র শীলের শ্রাদ্ধকর্ম সম্পন্নকালে পিকআপ চাপায় ৫জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচ জনই আপন ভাই ছিল। আরো এক ভাই ও এক বোন গুরুতর আহত হয়েছিল।