রবিউল হক বাবু,ফুলপুর প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুরে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে
২১-০৩-২০২২ রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় পল্লী সঞ্চয় ব্যাংক এর ৪ উপজেলা শাখার ফুলপুর, তারাকান্দা, হালুয়াঘাট, ধোবাউড়া শাখার পারফর্মেন্স মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি জনাব মোঃ আকরাম আল হোসেন, চেয়ারম্যান পল্লী সঞ্চয় ব্যাংক (সাবেক সিনিয়র সচিব, বিশেষ অতিথি জনাব খন্দকার আতাউর রহমান, ব্যবস্থাপনা পরিচালক, পল্লী সঞ্চয় ব্যাংক এবং অনুষ্ঠানের সভাপতিঃ- জনাব শীতেষ চন্দ্র সরকার, উপজেলা নির্বাহী অফিস ফুলপুর ময়মনসিংহ।
বক্তব্যে জানা যায় , পল্লী সঞ্চয় ব্যাংক ক্ষুদ্র সঞ্চয়ের ওপর গুরুত্ব দেওয়া । ব্যাংকটি প্রতিষ্ঠার উদ্দেশ্য সম্পর্কে সরকার থেকে বলা হয়েছে, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন একটি বাড়ি একটি খামার শীর্ষক প্রকল্প দেশের গ্রামাঞ্চলের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষকে সঞ্চয়ে উদ্বুদ্ধ করা, তাদের দক্ষতা বৃদ্ধিসহ নারীর ক্ষমতায়ন এবং অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে অবদান রাখছে।
এছাড়া গ্রাম সংগঠন সৃজন, তাদের প্রশিক্ষণ প্রদান, তহবিলের জোগান এবং ঋণদানের মাধ্যমে দারিদ্র্য বিমোচনেও এটি উল্লেখযোগ্য অবদান রাখছে। আর এ কার্যক্রমের প্রাতিষ্ঠানিক রূপদান এবং তাদের সঞ্চয় ও অর্জিত লেনদেন ও রক্ষণাবেক্ষণের জন্য ঋণ ও অগ্রিম প্রদান এবং বিনিয়োগের জন্য বিশেষায়িত পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।