সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে এ্যাডভোকেসীর মাধ্যমে পরিবার পরিকল্পনা র গুনগত মান বৃদ্ধিকরন প্রকল্পের আওতায় তিনদিন ব্যাপী এএফপি স্মার্ট এ্যাডভোকেসী এ্যাপ্রোচ বিষয়ক প্রশিক্ষক প্রশিক্ষন শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় বশাক বাজার কোডেক প্রশিক্ষন কেন্দ্রে প্রশিক্ষন আয়োজক সংগঠন এ্যাসোসিয়েশন অব ভলান্ট্রিরি এ্যাকশন ফর সোসাইটি (আভাস) এর নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল এর সভাপতিত্বে প্রশিক্ষক প্রশিক্ষন অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন পটুয়াখালী জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়ার্কিং গ্রুপের আহবায়ক ডাঃ জসিম উদ্দিন মুকুল। স্বাগত বক্তব্য রাখেন অর্থ সহায়তা সংস্থা মেরী স্টোপস বাংলাদেশ এর লিড এ্যাডভোকেসী মনজুন নাহার। বক্তব্য রাখেন ভোলা জেলার ডিস্ট্রিক এ্যাডভোকেসী ওয়ার্কিং গ্রুপের আহবায়ক মোঃ আজিজুল ইসলাম, আভাস বরিশালের ডিরেক্টর প্রোগ্রাম সিরাজুল ইসলাম, মেরী স্টোপস’র তনুশ্রী মানজি। প্রশিক্ষনে পটুয়াখালী ও ভোলা জেলার এ্যাডভোকেসি ওয়ার্কিং গ্রুপের ২৮ জন সদস্য অংশগ্রহন করেন। এ প্রশিক্ষন ১২ জানুয়ারী পর্যন্ত চলবে বলে জানান আভাস পটুয়াখালীর প্রতিনিধি লাইজু বেগম।