সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে পুলিশ সুপার শহরের বিভিন্ন স্থানে বিনামূল্যে মাস্ক বিতরণ করেছেন। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে মাস্ক বিতরণ করেন। নতুন করে ভেরিয়েন্ট ওমিক্রনের বিস্তার মোকাবেলায় সাধারণ মানুষকে শতর্ক করে দিতে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ পিপিএম পটুয়াখালী শহরের বিভিন্ন স্থানে অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন। এসময় তিনি দোকান, শপিংমল ও হোটেল-রেঁেস্তোরাসহ সব ধরনের জনসমাগমস্থলে সবাইকে মাস্ক পরিধান ও টিকা দিতে উদ্বুদ্ধ করেন । অন্যথায় আইনানুগ শাস্তির সম্মুখিন হতে হবে বলে জানান তিনি।