সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধি ।। অধিকার এখানে, এখনই নামে পটুয়াখালীর দশমিনায় প্রকল্প কাজ শুরু হয়েছে। তরুণ-তরুণীদের প্রজনন ও যুব স্বাস্থ্য অধিকার নিশ্চিতকরণে লক্ষে উপজেলার বেতাগী সানকিপুর, আলীপুরা, রনগোপালদী ও বাঁশবাড়িয়া ইউনিয়নে এই প্রকল্পের কাযক্রম শুরু হয়েছে। নারীপক্ষ বেসরকারি সংস্থার সহযোগিতায় অন্বেষা এই প্রকল্পের কাজ বাস্তবায়ন করছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। অন্বেষা’র আয়োজনে ও উপজেলা এনজিও প্রতিনিধি পিএম বাদলের সঞ্চালনায় উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভারপ্রাপ্ত আব্দুল আইয়ুম। বিশেষ অতিথি ছিলেন অন্বেষা নির্বাহী পরিচালক মজিবুর রহমান টিটু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোস্তাফিজুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, স্থানীয় সংবাদকর্মী ও মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার নেছার উদ্দিন প্রমুখ।