সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীর গলাচিপা উপজেলার গেলাখালী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের পূর্ব গোলখালী সার্বজনীন শ্রী শ্রী রাধা গবিন্দ মন্দিরে বৃহস্পতিবার রাত ৮টায় যুব সমাজের আয়োজনে ডাঃ কাজল চন্দ্র বিশ্বাসের অর্থায়নে ও নিপুন হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ধর্মীয় বিষয় বক্তব্য রাখেন ডাঃ কাজল চন্দ্র বিশ্বাস এবং উপদেষ্টা হিসেবে ভার্চুয়াল আলোচনা করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি শুশীল চন্দ্র গাইন, সহ- সভাপতি স্বপন চন্দ্র শীল। এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) প্রভূ ধর্মীয় বক্তা শ্রীকান্ত কৃষ্ণ দাস, সুব্রত কৃষ্ণ দাস, উত্তম চন্দ্র শীল, অনন্ত সেবক দাস, ভক্ত চন্দ্র শীল, তুষার সাহা, বিউটি ভূইয়া, স্থানীয় সংবাদকর্মীরাসহ এলাকার হিন্দু ধর্মালম্বীভক্ত বৃন্দ।
এসময় প্রধান অতিথি ভক্তদের মাঝে ২৪টি শ্রীমদ্ভাগবত গীতা বিতরণ করেন। পরে অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়।