সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় ২ কেজি ৩শ‘ গ্রাম গাঁজা ও ৮০ পিচ ইয়াবাসহ মামুন মৃধা (৩৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। মঙ্গলবার ভোরে ধানখালী ইউনিয়নের ফুলতলা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন লোন্দা এলাকার আব্দুর রব মৃধার ছেলে।
পুলিশ জানায়, মামুন দীর্ঘ দিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। গতকাল সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে গাঁজা ও ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজা ও ইয়াবার বাজার মূল্য প্রায় ৮৫ হাজার টাকা।
কলাপাড়া থানার ওসি জসিম জানান, রাতভর অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়েছে। মাদকারবারীদের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।