পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফলে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ জানুয়ারি ) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কালাইয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের উত্তর শৌলা গ্রামের হাসেম সর্দার বাড়ির ভীতর নিজ ঘরের দক্ষিণ পাশে পুকুর পাড়ে আম গাছে রশিতে ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় এ মরদেহটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম মোহাম্মদ মেহেদী হাসান (২২)। তার বাবার নাম মোহাম্মদ ফারুক সর্দার।
পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ভোরের দিকে বাড়ির এক মহিলা ফজরের নামাজ পড়ার জন্য ওযু করতে পুকুর পাড়ে গিয়ে ঝুলন্ত মরদেহ দেখে ডাকচিৎকার দিলে বাড়ির লোকজন ও পরে আশপাশের লোকজন এসে দেখে থানা পুলিশকে খবর দেয়। তারা আরও জানান, নিহত মেহেদী হাসান এর মাথায় সমস্যা ছিল। এর আগে একবার কিটনাশক ঔষধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। যা ততক্ষণাত হাসপাতালে নিলে প্রানে বেচে যায়।
নিহত মেহেদী হাসান এর মা জানান, প্রতিদিনের ন্যায় মেহেদী রাতের খাবার খেয়ে আমার সাথে একই খাটে শুয়ে শুয়ে মোবাইলে ছবি দেখছে। আমি হঠাৎ ঘুমিয়ে পড়ি। এদিকে ভোরে নামাজ পড়ার জন্য ওযু করে নামাজ আদায় করা শেষ মুহূর্তে ডাকচিৎকার শুনে ঘর থেকে বের হয়ে দেখি মেহেদী হাসান পুকুর পাড়ে আম গাছে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, লাশ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। আর এব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।