সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীতে গণগ্রন্থাগার দিবস পালিত হয়েছে। শনিবার বিকাল ৪ টায় এ দিবস পালিত হয়। পটুয়াখালী সরকারী গণগ্রন্থারে সহকারী লাইব্রেরিয়ান মারুফা আক্তারের সভাপতিত্বে জাতীয় গণগ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ইসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (কলাপাড়া সার্কেল) আলী আহম্মদ, জেলা শিক্ষা অফিসার মুহাঃ মুজিবুর রহমান, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জাকিয়া সুলতানা বেবী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার মুনীরা কায়ছান, সহকারী কমিশনার দেনমং রাখাইন, সহকারী কমিশনার ফয়সাল মাহমুদ, সহকারী কমিশনার ইসমাইল রহমান। আরো বক্তব্য রাখেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিয়ান পংকজ সরকার, জনকল্যান ট্রাস্ট পাঠাগারের সভাপতি মোঃ জসিম উদ্দিন ও আবুল হোসেন প্রমুখ।