সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি।। পটুয়াখালীর বাউফল ও রাঙ্গাবালী উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। সকাল ৮টায় ইভিএম এর মাধ্যমে শুরু হবে ভোট গ্রহন। এক টানা চলবে বিকাল ৪ টা পর্যন্ত। আজ রোববার দুপুর থেকেই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রে কেন্দ্র পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ নির্বাচনি আনুসঙ্গীক সরঞ্জাম। গ্রহনযোগ্য নির্বাচন উপহার দেয়ার লক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কর্মকর্তা। নির্বাচনে ৫৪ টি ওয়ার্ডের ৫৪ টি কেন্দ্রে ১৪ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৯ জন করে পুলিশ সদস্য ও ১৫ জন আনসার সদস্যসহ মাঠে বিজিবি, র্যাব ও কোষ্টগার্ডের মোবইল টিম মোতায়েন করা হয়েছে।
ভোটে ৯২ হাজার ৭শ‘ ৮৩ জন ভোটারের বিপরীতে চেয়ারম্যান পদে ২৬ জন, মেম্বর পদে ২৫ জন ও সংরক্ষিত নারী মেম্বর পদে ৭৭ জন প্রার্থী প্রতিদ্বন্ধীতা করছেন। উল্লেখ্যঃ- নির্বাচনে বাউফলের দাসপাড়া ইউনিয়নে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন জাহাঙ্গীর আলম।