সঞ্জয় ব্যানার্জী,পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালীর মির্জাগঞ্জের আন্দুয়া গ্রামে নিজ ঘরে মোসাঃ মর্জিনা আক্তার (২১) নামে এক কলেজ ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে রবিবার দুপুরের পরে মির্জাগঞ্জ সদর ইউনিয়নের আন্দুয়া গ্রামে।
নিহতের পিতা মজনু হাওলাদার জানান, মর্জিনাকে বাড়ীতে একা রেখে রবিবার সকাল ১০টার দিকে বাড়ীর পার্শ্বে নিকটাত্মীয় এক মৃত ব্যক্তির বাড়ীতে যান স্বামী স্ত্রী। দাফন কার্য সম্পন্ন করে দুপুর ১টার দিকে বাড়ীতে ফিরে ঘরে ঢুকে মেয়েকে বিছানার উপর অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন, মেয়েকে ডাকাডাকি করে কোনও প্রতিউত্তর না পেয়ে ডাকচিৎকার দিলে প্রতিবেশীরা ছুটে এসে মর্জিনাকে উদ্ধার করে মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার ডাঃ মোঃ শামসুল ইসলাম সোহেল তাকে মৃত ঘোষনা করেন। নিহত মর্জিনা আক্তার ঢাকার মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ বিশ্ববিদ্যালয়ে প্রাণি বিজ্ঞান বিভাগে ৩য় বর্ষের ছাত্রী ও মির্জাগঞ্জ ইউনিয়নের আন্দুয়া গ্রামের মোঃ মজনু হাওলাদার ও পিয়ারা বেগম দম্পতির একমাত্র মেয়ে ছিলেন। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তালুকদার বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরণ করা হয়েছে।