পটুয়াখালী প্রতিনিধি।।আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দলকে আরো গতিশীল ও সু-সংগঠিত করার জন্য পটুয়াখালীর দশমিনায় উপজেলা আওয়ামী লীগের বিশষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৬টায় উজেলা আওয়ামী লীগের দলীয় কার্যলয়ে এ বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল আজিজ এর সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট ইকবাল মাহামুদ লিটন এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর। এসময় পটুয়াখালী- ৩ (দশমিনা-গলাচিপা) আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা সাজু এমপি, জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।